নিউটাউনের বেসরকারি হাসপাতালে অক্সিজেনের তীব্র সংকট। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্বাস্থ্য দফতরকে এই সমস্যার কথা জানানো হয়েছে। হাসপাতালের তরফে বলা হয়েছে, যে সংস্থা অক্সিজেন সরবরাহ করতো, তারা জানিয়েছে আগের মতো গতিতে অক্সিজেন সরবরাহ সম্ভব নয়। এই মুহূর্তে হাসপাতালে যে পরিমাণ অক্সিজেন রয়েছে তাতে রোগীদের কাছে ১০ ঘন্টা অক্সিজেন সরবরাহ করা সম্ভব। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৫ জন করোনা রোগী। এদের মধ্যে ভেন্টিলশনে রয়েছেন ৪জন। অক্সিজেনের অভাবে নতুন করে করোনা রোগী ভর্তি করা সম্ভব নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Covid Updates: নিউটাউনের বেসরকারি হাসপাতালে অক্সিজেনের তীব্র সংকট
