নির্ধারিত সময়ের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ দিলো আদালত

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের আদালতের প্রশ্নের মুখে রাজ্য।

২০১৩ সাল থেকে প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধ রয়েছে। সেই সংক্রান্ত মামলাতেই সম্প্রতি কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলেজগুলিতে যত দ্রুত সম্ভব ছাত্র সংসদ নির্বাচন করার নির্দেশ দেয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। অভিযোগ ছিল, বছরের পর বছর ছাত্র সংসদ নির্বাচন না করে কলেজে বিশ্ববিদ্যালয়ে দাপিয়ে বেড়াচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এই ইসুতেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এদিন প্রধান বিচারপতির এজলাসে এই মামলা উঠলে অবিলম্বে কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করার নির্দেশ দিয়েছে আদালত।