বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দীর্ঘদিন ধরে শিক্ষনীয় নিয়োগ দুর্নীতির জেরে বন্ধ রয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।
অন্যদিকে দীর্ঘ ২ বছর ধরে অন্য এক মামলার জেরে থমকে রয়েছে রাজ্যের নিম্ন আদালতের বিচারক নিয়োগ প্রক্রিয়া। এবার এই মামলায় পিএসসিকে ক্লিন চিট দিল কলকাতা হাইকোর্ট। ফলে এবার নতুনরাও আসতে পারবেন এই পেশায়। তাই স্বভাবিকভাবেই আদালতের এই সিদ্ধান্তে খুশীর হাওয়া নতুনদের মধ্যে।
প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে ২০২২ সালে বিচারক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ২০২৪ সালে এই নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। ফলে সমস্ত নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। ওই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি মানা হয়নি বলে, অভিযোগ তুলে মামলা করেন এক ওবিসি পরীক্ষার্থী।