শিক্ষক নিয়োগের পর এবার দমকলের চাকরিতে দুর্নীতি

একের পর এক দুর্নীতি কাণ্ডে জর্জরিত রাজ্য। নিয়োগে বেনিয়মের একাধিক মামলা এই মুহূর্তে চলছে কলকাতা হাইকোর্টে। প্রায় সব মামলাতেই মুখ পুড়ছে রাজ্য সরকারের। এরই মধ্যে আবার দমকল বিভাগের কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগে মামলা দায়ের হল আদালতে।

সেই প্রেক্ষিতে নিয়োগের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চ এক সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দিয়েছে। আগামী সোমবার এই মামলাটির ফের শুনানি।

একটি, দুটি নয়, দমকল বিভাগের দেড় হাজার পদে নিয়োগের ওপর এই স্থগিতাদেশ জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। আসলে ২০১৮ সালে অগ্নিনির্বাপণ বিভাগে ফায়ার অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। ২০১৯ সালে লিখিত পরীক্ষা হয় কিন্তু পরে অভিযোগ উঠতে থাকে যে প্রশ্নে ভুল ছিল। তাই ফলপ্রকাশের পর থেকেই একাধিক সমস্যা বাড়তে থাকে।

প্রাথমিক পর্যায়ে স্যাটের দ্বারস্থ হয়েছিল পরীক্ষার্থীরা কিন্তু তাতে কোনও লাভ না হওয়ার অবশেষে তারা কলকাতা হাইকোর্টে যায়। আদালতে তারা অভিযোগ জানায়, স্পোর্টস কোটা বা অগ্নিনির্বাপনের প্রশিক্ষণের শংসাপত্র থাকলে যে অতিরিক্ত নম্বর বা সংরক্ষণ মেলে তা থেকে তারা বঞ্চিত হয়েছেন, আবার অন্যদিকে সাধারণ বা জেনারেল চাকরিপ্রার্থী তফশিলি কোটায় চাকরি পেয়েছেন।

সেই মামলার শুনানিতেই আজ স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি দুর্নীতি নিয়ে রাজ্যে কী হচ্ছে তা সকলের জানা। এর পাশাপাশি রয়েছে অশিক্ষক কর্মী নিয়োগ, প্রাথমিক, আশা কর্মী নিয়োগেও দুর্নীতির অভিযোগ। এবার দমকলও এই তালিকা থেকে বাদ গেল না। সব মিলিয়ে রাজ্য সরকারের ওপর চাপ যে আরও বাড়ল তা বলাই বাহুল্য। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *