স্বাস্থ্য ব্যবস্থাতেও হয়েছে দুর্নীতি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার শিরোনামে উঠে এল স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি!

রাজ্যের স্বাস্থ্য দফতরে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে বিগত প্রায় ৫ বছর ধরে বেআইনিভাবে টাকা তুলছিলেন এক যুবক। এবার তাঁকে গ্রেফতার করল ইডি। জানা যাচ্ছে, গ্রেফতার হওয়া যুবকের নাম বুধাদিত্য চট্টোপাধ্যায়। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটের একটি আবাসনে থাকেন তিনি।

একাধিক ওষুধ ও স্বাস্থ্যপরীক্ষার সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাকে ‘শিকার’ বানিয়েছেন ওই যুবক। কারোর থেকে ২৫,০০০ টাকা নিয়েছেন তিনি, কারোর থেকে আবার ২৫ লক্ষ নিয়েছেন। শহর কলকাতার একটি সংস্থার কাছ থেকে প্রায় সাড়ে ৯ কোটি টাকা নিয়েছিলেন। স্বাস্থ্য ব্যবস্থায় কোটি টাকার দুর্নীতির খবর সামনে আসতেই রাজ্য জুড়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।