রাজ্য সরকারের তরফে ঘোষণা করে উঠিয়ে দেওয়া হল করোনার বিধিনিষেধ

গত দুই বছরের বেশি সময় ধরে করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ বিশ্বজুড়ে রীতিমতো দাপিয়ে বেড়িয়েছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হওয়ায় খাতায়-কলমে বহুদিন আগেই বিধিনিষেধ উঠে গিয়েছে। তবুও সরকারিভাবে ঘোষণা বাকি ছিল।

এবার তা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ থেকে উঠে গেল কোভিডবিধি। করোনা সংক্রান্ত যাবতীয় নিয়ম প্রত্যাহার করার কথা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২০ সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে সারা দেশের মতো এ রাজ্যেও কোভিডবিধি জারি হয়েছিল। সেই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের জন্য লকডাউন ঘোষণা করেন দেশে।

তবে দিন কয়েক আগেই কেন্দ্রীয় সরকার কোভিডের নতুন প্রজাতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিল। আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে নানা দেশ ভাইরাসের নয়া প্রজাতি নিয়ে চিন্তিত ছিল। তবে এখন আর চিন্তার কারণ নেই বলেই পরিষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *