করোনা আবার চোখ রাঙাচ্ছে তার জন্মস্থানে

করোনা মহামারীর উৎসস্থল হলো চিনের ইউহান শহর। বিগত দেড় বছর আগে এখান থেকেই করোনা ছড়িয়েছে সারা বিশ্বে। সেখান থেকেই ইউহান শহরের নাম সবার আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এরপর গত দেড় বছরেরও বেশি সময় ধরে করোনা অতিমারীজের জর্জরিত বিশ্ব। তবে ধীরে ধীরে সেরে উঠেছে শহর। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ওই শহরে কোনও সংক্রমণের খবর আসেনি। তবে ইদানিং ওই শহরে বেশ কিছু শ্রমিকের ফের সংক্রমিত হওয়ার খবর মিলেছে। এবার সংক্রমণ রুখতে ওই শহরের প্রায় ১ কোটি ১০ লক্ষ জনসংখ্যার কোভিড টেস্ট করতে চলেছে চিন সরকার।

জানা গিয়েছে শুধু ইউহান নয়, গত বছরের জানুয়ারী-ফেব্রুয়ারী মাস নাগাদ করোনার সেই ভয়ঙ্কর ছবি ফের উস্কে দিয়ে চিনের বেশ কয়েকটি শহরেও নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। এমনকী ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে চিনের কয়েকটি এলাকায় ইতিমধ্যেই গোষ্ঠী-সংক্রমণও শুরু হয়ে গিয়েছে, যা স্বাভাবিক কারণেই যথেষ্ট মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে চিন প্রশাসনের কাছে। সংক্রমণ সনাক্ত করতে গণহারে চলছে করোনা পরীক্ষা, এক শহর থেকে অন্য শহরে ভ্রমণের ক্ষেত্রেও জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *