করোনা সংক্রমণ বাড়ছে ব্রিটেনে

আবার একবার চিন্তা বাড়ছে করোনা সংক্রমণ নিয়ে৷ তৃতীয় ঢেউ সামাল দিয়ে পরিস্থিতি কিছুটা থিতু হতেই ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনা৷ ব্রিটেনে ফের একটু একটু করে বাড়তে শুরু করেছে সংক্রমণ৷ ‘অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স’ (ONS)-এর তথ্য অনুযায়ী, ব্রিটেনে এই মুহূর্তে প্রতি ২৫ জনের মধ্যে ১ জন করোনা আক্রান্ত৷ ক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে স্কটল্যান্ডে৷ এই মুহূর্তে স্কটল্যান্ডে প্রতি ১৮ জনের মধ্যে ১ জন করোনা আক্রান্ত৷ কোভিড পরিস্থিতি মাথাচাড়া দেওয়ার পর থেকে এতটা ভয়াবহ পরিস্থিতি প্রত্যক্ষ করেনি ব্রিটেন৷ বিশেষজ্ঞরা বলছেন, করোনার বাড়বাড়ন্তের পিছনে থাকতে পারে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BA.2৷ 

ONS বলছে, এখনও করোনার এই বাড়বাড়ন্তের কারণ নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়৷ এর নেপথ্যে যে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্টই রয়েছে, সে বিষয়েও নিশ্চয়তা নেই৷ তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ওমিক্রনের BA.2 ভ্যারিয়্যান্ট করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে অনেক বেশি সংক্রামক এবং ব্রিটেনের বেশিরভাগ কোভিড আক্রান্ত ব্যক্তিই এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত। বলে রাখা ভালো, গোটা বিশ্বের পাশাপাশি BA.2 ভ্যারিয়্যান্টের হদিশ মিলেছিল ভারতেও৷ ন্যাশনাল সেন্টার ফর ডিসিজ কন্ট্রোলের ডিরক্টর (NCDC) ডা. সুজিত কুমার সিং জানুয়ারি মাসেই বলেছিলেন, ‘‘ভারতে এখন ওমিক্রন BA.2-এর প্রভাব আরও প্রবল।’’ ONS ব্রিটেনে একটি সমীক্ষা করে। কয়েক হাজার বাসিন্দার কোভিড টেস্ট করে দেখা যায় ব্রিটেনে করোনা পরিস্থিতি ভয়াবহ৷ উত্তর আয়ারল্যান্ডে প্রতি ১৩ জনে এক জন এবং ইংল্যান্ডে ২৫ জনে এক জন কোভিড পজেটিভ। প্রবীণদের মধ্যে সংক্রমণের প্রবণতা অপেক্ষকৃত বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *