রূপ বদলাচ্ছে করোনা সংক্রমণ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলে নিয়েছে ভারত। সবে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশ। তবে উদ্বেগ বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্ট। এর মধ্যেই বিশেষজ্ঞদের একাংশের মতে, শীঘ্রই ভারতে কারোনাভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, যা দ্বিতীয় ঢেউয়ের চেয়েও মারাত্মক আকার ধারণ করবে। সেই আশঙ্কা বাড়িয়ে এবার ভারতে খোঁজ মিলল কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের। ইতিধ্যেই দেশে মোট ২১ জনের শরীরে ডেল্টা প্লাস ভেরিয়েন্টের হদিশ মিলেছে। দেশের তিনটি রাজ্যে পাওয়া গিয়েছে এই মহাসংক্রামক ‘ডেল্টা প্লাস’ ভ্যারিয়্যান্ট। ওই রাজ্যগুলি হল মধ্যপ্রদেশ, কেরল ও মহারাষ্ট্র। তিনটি রাজ্যই এই ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে আক্রান্তের খবর নিশ্চিত করেছে।

গত ১৬ জুন প্রথম এই ভ্যারিয়েন্টটির অস্তিত্ব পাওয়া যায় মধ্যপ্রদেশে। আয়োগের সদস্য ভিকে পল জানিয়েছিলেন, করোনার ডেল্টা ভ্যারিয়্যান্টের একটি রূপান্তরিত রূপ এই ডেল্টা প্লাস’ ভ্যারিয়্যান্ট। এই ভ্যারিয়েন্ট নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজাতি কত মানুষের মধ্যে ছড়াচ্ছে সেটা নজরে রাখতে হবে। ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে আক্রান্ত ব্যক্তির শরীরে সাধারণত কোভিডের চেনা উপসর্গগুলি দেখা যাচ্ছে না। বেশ কিছু নতুন উপসর্গ দেখা যাচ্ছে তাদের শরীরে। করোনার তৃতীয় ঢেউ নিয়ে মানুষকে সতর্ক হতেও বলেছিল মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *