দাম কমল রান্নার গ্যাসের

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দাম কমল রান্নার গ্যাসের। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। একধাক্কায় ১৭ টাকা কমল। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে।

এবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৭ টাকা কম দিতে হবে। তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। শহর কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮৬৮ টাকা থেকে কমে হয়েছে ১৮৫১ টাকা ৫০ পয়সা। যদিও ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি।

১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে কোনো হেরফের হয়নি। অর্থাৎ গ্যাসের দাম কমলেও এতে আম জনতার হেঁশেলে বা পকেটে চাপ কমল না সরাসরি। কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।