এবছর ইতিহাস গড়বে কোচবিহারের নাট্য সংঘ ক্লাব

প্রাচীন সিন্ধু সভ্যতার প্রতি বর্তমান এবং পরবর্তী প্রজন্মকে আগ্রহী করে তুলতে পুজো মণ্ডপকে সাজানো হচ্ছে সিন্ধু সভ্যতার কিছু কিছু খন্ড চিত্র দিয়ে। পরিবেশ বান্ধব সমস্ত জিনিস দিয়ে সিন্ধু সভ্যতার চিত্রগুলিকে শিল্পীরা ফুটিয়ে তুলবেন পূজা মন্ডপে।

ইতিহাসের প্রতি নবপ্রজন্মকে আগ্রহী করতে এবং বড়দেরকে আরও একবার ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য সিন্ধু সভ্যতার এই চিত্রগুলি ফুটিয়ে তুলছে কোচবিহারের নাট্য সংঘ ক্লাব। শিল্পীরা কোথাও কোথাও মাটি পুড়িয়ে, আবার কোথাও বা চটের উপর মাটির প্রলেপ দিয়ে, আবার কেউ কেউ মাটির উপর আঁকিবুকি করে তৈরি করছেন পূজা মন্ডপ। এবার নাট্য সংঘ ক্লাবের পুজোর ৭৩ তম বছর।

প্রতিবছরই এই ক্লাব কিছু না কিছু নয়া থিম তৈরী করেন দর্শনার্থীদের জন্য। এবছর তাই ইতিহাসের সিন্ধু সভ্যতার থিম দর্শনার্থীদের আকর্ষিত করবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। এই বছর ১২ লক্ষ টাকার বাজেটের পুজোয় সিন্ধু সভ্যতার চিত্রগুলি ফুটিয়ে তুলতে কোচবিহারের মাটির পাশাপাশি অসমের পানবাড়ির মাটিও ব্যবহার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *