সামান্য বৃষ্টিতেই জল থৈ-থৈ কোচবিহার পৌর এলাকা! প্রশ্ন উঠছে পৌর পরিষেবা নিয়ে

সামান্য বৃষ্টিতেই জল থৈ-থৈ কোচবিহার জেলার প্রাণকেন্দ্র রাজবাড়ী থেকে শুরু করে ভবানীগঞ্জ বাজারে এলাকা। প্রশ্ন উঠছে পৌর পরিষেবা নিয়ে। একদিকে ফলাও করে বলা হচ্ছে প্রতিনিয়ত ভাল পরিসেবা দিতে উদ্যোগী হয়েছে কোচবিহার পৌরসভা,ঠিক তার পাশাপাশি সামান্য বৃষ্টিতেই জল থই থই শহর পৌর এলাকার ছবি কিন্তু অন্য কথা বলছে।মাত্র আধ ঘন্টার বৃষ্টিতে কোচবিহার পৌর এলাকার রাজবাড়ি,ভবানীগঞ্জ বাজার এবং তৎসংলগ্ন সম্পূর্ণ এলাকা জলমগ্ন।সব থেকে আশ্চর্যের বিষয় যেখানে নিকাশি নালার কাজ হচ্ছে সেখানে কিভাবে আধা ঘন্টার বৃষ্টিতেই জল জমে যায় তা নিয়ে প্রশ্ন তুলছে পৌর এলাকার বাসিন্দারা। হেরিটেজ শহর কোচবিহারে এইভাবে অল্প বৃষ্টিতে জল জমে যাওয়া ও সাধারণ মানুষ হয়রানি শিকার হচ্ছে এই ইস্যুতে সরব বিরোধী গোষ্ঠী। কোচবিহার বিজেপির শহর মন্ডল সভাপতি বিরাজ বসু বলেন,কোচবিহার পৌর এলাকায় কাজের নামে প্রহসন হচ্ছে, মানুষকে শুধু উল্টোপাল্টা বোঝানো হচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না,সবটাই ভাওতাবাজি।
অপরদিকে কোচবিহার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, জল জমে যাওয়াটা বড় কথা নয় কত তাড়াতাড়ি জল নেমে যাচ্ছে সেটা দেখাই প্রথম কাজ। বৃষ্টি হলে জল জমতেই পারে নিকাশি ব্যবস্থা ঠিকঠাক থাকার জন্য বেশিক্ষণ জল দাঁড়াচ্ছে না। আমরা সেই দিকেই নজর দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *