কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে কোতোয়ালি থানার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন 

ব্লাড ব্যাংকগুলোতে রক্তের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কোচবিহার জেলা পুলিশ। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিট নাগাদ কোচবিহার কোতোয়ালি থানার প্রাঙ্গণে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির।

এই শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা, সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জি এবং কোচবিহার পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ। জেলা পুলিশের এই উদ্যোগে পুলিশ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, গ্রীষ্মকালে রক্তের অভাব অনেক সময় বিপদ ডেকে আনে। সেই ঘাটতি পূরণ করতেই এই শিবিরের আয়োজন। জেলা পুলিশের এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।