গঠন হলো কোচবিহার জেলা পরিষদের স্থায়ী কমিটি

কোচবিহার জেলা পরিষদের ৩৪ টি, পরিষদ আসনের মধ্যে 32 টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ টানা পড়নের পর শেষমেষ স্থায়ী কমিটি গঠন করতে সমর্থক হলো কোচবিহার জেলা পরিষদ কর্তৃপক্ষ। এর আগেই জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন এবং সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ এর নাম ঘোষণা হয়েছিল। বাকি ৯টি কর্মাধ্যক্ষর নয়টি দপ্তরের স্থায়ী কমিটি গঠন হলো আজ। সাংবাদিক বৈঠকে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিত দে ভৌমিক জানান, আজকের স্থায়ী কমিটি গঠন হয়েছে,সাতদিন পরে এই কমিটি থেকেই কর্মাধ্যক্ষ বাছাই করে নাম ঘোষণা করা হবে। প্রতিটি কমিটিতে চারজন করে সদস্যের নাম আজ ঘোষণা হয়েছে। কমিটিতে দলনেতা হিসেবে নাম উঠে এসেছে মীর হুমায়ুন কবিরের। একই সাথে দক্ষ হিসেবে রয়েছেন নিরঞ্জন সরকার। এর বাইরে বাকি নয়টি দপ্তরের চারজন করে সদস্য রয়েছেন।এদিন অভিজিৎ বাবু পরিষ্কার জানান কর্মদক্ষ এখনো চয়ন করা হয়নি।

স্থায়ী কমিটি গঠন হওয়ার পরেও কর্মদক্ষ চয়ন না হওয়াকে রীতিমতো তৃণমূলের গোষ্ঠী অন্তরদ্বন্দ্ব বলে মনে করছে রাজনৈতিক মহল।ওয়াকিবহাল মহলের ধারণা কর্মদক্ষ ঘোষণা হলে দলের মধ্যে কোন্দল তৈরি হতে পারে। যদিও বা দলীয় সূত্রে জানানো হয়েছে বিভিন্ন দপ্তরে এবং দীর্ঘদিন থেকে জেলা পরিষদে দায়িত্ব সামনে আসা অভিজ্ঞ ব্যক্তিদের কর্মাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হতে পারে।তবে কারা কর্মদক্ষ হবেন তা নিয়ে চাঞ্চল্য তৃণমূল শিবিরে তবে এখনো সাত দিনের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *