বিজেপির বিরুদ্ধে জোটের নেতৃত্ব দেবে কংগ্রেস,মমতাকে বার্তা দিল হাত শিবির

বিজেপির বিরুদ্ধে জোটের নেতৃত্ব দেবে কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনটাই বার্তা দিল হাত শিবির। সূত্রের খবর, বিজেপি বিরোধী সরকার অথবা আন্দোলন সবকিছুতেই নেতৃত্বে থাকবে কংগ্রেসের হাতে।

জয়রাম রমেশ এবং দ্বিগিজয় সিংয়ের দাবি করেন, তৃতীয় ফ্রন্ট বলে যে কিছু হয় না, অতীতে তার প্রমাণ পাওয়া গিয়েছে। শনিবার বিধান ভবনে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের দুই প্রবীণ কেন্দ্রীয় নেতা জয়রাম রামেশ এবং দ্বিগিজয় সিং। এদিন জয়রাম রমেশ কার্যত মমতার দলকেই নিশানা করেন। তিনি বলেন, ‘কংগ্রেস ভেঙে অনেক দলেই তৈরি হয়েছে, কিন্তু কংগ্রেস এই নামটা তারা ছাড়তে পারেনি। কংগ্রেস নামটা কিন্তু তাদের দলের আগে বা পরে রাখতেই হয়েছে। এটাই কংগ্রেসের সাফল্য। কংগ্রেস হচ্ছে হাতি। অনেকে মনে করেন কংগ্রেস শেষ, কিন্তু কংগ্রেস নিজেদের ঐতিহ্য নিয়েই আছে।’

এদিকে কংগ্রেসের এহেন বার্তার পর রাজনৈতিক মহলে এই নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।মমতাকে বিরোধী জোটের নেত্রী হিসেবে মানতে চাইছে না কংগ্রেস। সেই কারণে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি প্রধানমন্ত্রী হতে পারবেন না মমতা? কংগ্রেসের এহেন বার্তার পর বড় ধাক্কা খাবেন মমতা? পাশাপাশি নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেই দিকে নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *