শিলিগুড়ির ৩৩ নং ওয়ার্ডে ডেঙ্গি প্রতিরোধে বিশেষ কর্মসূচি পালন

শিলিগুড়ি:- নিয়ন্ত্রণে থাকলেও শহরে ডেঙ্গি বসিয়েছে থাবা, কপালে চিন্তার ভাঁজ পুর প্রশাসনের।বর্তমানে শহরে সরকারি মতে  প্রায় ৩০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। একজন শিশুর মৃত্যু হয়েছে। তবে সেটি ডেঙ্গিতে কিনা তার তদন্ত শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।অন্যদিকে ডেঙ্গির প্রকোপ যাতে শহরে না বাড়ে সেদিকে নজর রাখছে পুরসভা,ইতিমধ্যে মেয়র  গৌতম দেব নিজেই রাস্তায় নেমে মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছেন।বৃহস্পতিবার নিজের ওয়ার্ড ৩৩ নম্বর ওয়ার্ডে এই সচেতনতামূলক অভিযান শুরু করে।

মেয়র পারিষদ মানিক দে ও দুলাল দত্তকে সঙ্গী করে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেন।বেশ কিছু প্রোমোটিং এলাকায় জমে থাকা জল পাম্পের সাহায্যে বের করা ও জমে থাকা জলে তেল স্প্রে করা হয়।সচেতনতা মূলক লিফলেটও বিলি করা হয়।মেয়র গৌতম দেব জানান,বর্তমানে ৩৩ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রনে রয়েছে।বিগত কয়েকদিন আগে এই ওয়ার্ডে দুজনের ডেঙ্গু পজিটিভ থাকলে বর্তমানে তারা সুস্থ।

তবে শিলিগুড়িতে ৪৫,৪৬,৭ সহ আরোও দুটি ওয়ার্ডকে ডেঙ্গু প্রবন ওয়ার্ড বলে চিহ্নিত করা হয়েছে।সেই সব ওয়ার্ড গুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে।আক্রান্ত মানুষ যাতে সঠিক চিকিৎসা পায় সেই দিকটিও নজর রাখা হচ্ছে।তিনি আশাবাদী। বিগত বছরের ন্যায় এবারও ডেঙ্গু নিয়ন্ত্রনে সার্থকতা পাবে শিলিগুড়ি পুরসভা।