স্বস্তির পর আবার বেশ খানিকটা বাড়লো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। আগের তুলনায় এদিন অনেকটাই বেড়েছে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। একই রকমভাবে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা নিয়ে চিন্তা আজও রয়েছে আগের মতোই। কমছে তো না বরং দিন দিন উদ্বেগ বাড়ছে। তাই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট হয়ে যাচ্ছে বারবার। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে। আজ থেকে আবার খুলেছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তাই কোভিড মাত্রায় নজর বেশি করে থাকবে।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮১৯ জন। আজ রাজ্যের করোনা আক্রান্তদের মধ্যে ২৩১ জন কলকাতার! অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথমে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত অনেকটা বেড়ে ১২৯ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৮৮ জন। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৭৮ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লক্ষ ০৫ হাজার ৭৯৪ জন।
এদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮২৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৭৮ হাজার ৪৩৪ জন। অন্যদিকে, একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৩৩৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। এদিকে, পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ২.২১ শতাংশ।
এদিকে, বিশেষজ্ঞদের এক নয়া দাবিতে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এত দিনে আদতে কতজনের করোনা ভাইরাস সংক্রমণের মৃত্যু ঘটেছে তা স্পষ্টভাবে প্রকাশ্যে আসছে না বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, সরকারি রিপোর্ট করোনাভাইরাস মৃত্যু নিয়ে যা বলছে তা সঠিক নয়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে তার থেকে অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে ভাইরাস সংক্রমণে।