অস্বাস্থ্যকর পরিবেশের মাঝে চিন্তা বাড়ছে মানসিক রোগীদের নিয়ে

বারবার অভিযোগের আঙুল উঠেছে রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে। রাজ্যের অন্যতম মানসিক হাসপাতালে নিম্নতম পরিষেবার অভিযোগ। বারংবার এই অভিযোগ ওঠায় এবার নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। যার ফলে স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে কলকাতার পাভলভ মানসিক হাসপাতালের সুপার হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে তার রিপোর্ট জমা দিয়েছেন। শোকজের যথাযথ উত্তর তিনি রিপোর্টে দিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

এর আগে রিপোর্ট চেয়ে হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছিল। এদিকে হাসপাতালের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরিকাঠামোর উন্নতি করে হাসপাতাল নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে বৈঠকের পরে তিনি জানিয়েছেন। স্বাস্থ্য দফতরের মানসিক স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা গতকাল হাসপাতালটি পরিদর্শন করেছিলেন।

সম্প্রতি অভিযোগ উঠেছিল যে, পাভলভ মানসিক হাসপাতালে রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশে রীতিমতো বন্দি বানিয়ে রাখা হচ্ছে। খবর সামনে আসতেই বিতর্ক শুরু হয়। সেই প্রেক্ষিতেই হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে শোকজ করা হয়েছিল। তবে তাঁর উত্তরে খুব একটা সন্তুষ্ট নয় স্বাস্থ্য দফতর, এমন অনুমান করা হচ্ছে। তাই এমন সম্ভবনা রয়েছে যে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে পারে প্রশাসন।

আসলে জানা গিয়েছে, হাসপাতালে দুটি মাত্র ঘরে ১৩ জন রোগীকে রাখা হয়েছে! সেই দুটি ঘরের অবস্থা একদমই ভালো নয়, স্যাঁতস্যাঁতে, অন্ধকারাচ্ছন্ন। একই সঙ্গে তাদের যে খাবার দেওয়া হচ্ছে তার মানও অত্যন্ত খারাপ বলেই শোনা গিয়েছে। এমনকি রোগীদের কোনও ডায়েট চার্ট নেই বলেও জানা গিয়েছে। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *