ময়দান এলাকায় ঘোড়াগুলির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট, গঠিত হলো কমিটি

এবার রাজ্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হলো ময়দান এবং ভিক্টোরিয়া চত্বরের ঘোড়াগুলির শারীরিক অবস্থার খতিয়ান করার জন্য। ঘোড়াগুলির শারীরিক অবস্থা খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট।

কমিটিতে থাকবেন মামলাকারী স্বেচ্ছাসেবী সংগঠন পেটা এবং কেপ ফাউন্ডেশনের এক প্রতিনিধি, রাজ্য প্রাণী সম্পদ বিকাশ উন্নয়ন দফতরের এক প্রতিনিধি, কেন্দ্রের অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ডের এক সদস্য এবং ঘোড়া মালিকদের তরফে এক প্রতিনিধি।

এই কমিটি সরেজমিনে ময়দান এবং ভিক্টোরিয়া চত্বর পরিদর্শন করে ঘোড়াগুলির স্বাস্থ্য পরীক্ষা করবে। লাইসেন্স ছাড়া কতগুলি ঘোড়া গাড়ি চলছে তাও যাচাই করবে কমিটি।

২০২১ সালের শেষের দিকে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেখানে দাবি করা হয়েছিল যে, যেভাবে ময়দান এলাকায় ঘোড়াগুলিকে দিয়ে যাত্রী বহন করা হয়, তা পশু নির্যাতনের চূড়ান্ত নিদর্শন।

তাদের ঠিকমতো যত্ন নেওয়া হয় না, ঠিক করে খেতে দেওয়া হয় না, এমনকী চিকিৎসাও করানো হয় না। তখনই আদালতের কাছে মামলাকারীর আর্জি ছিল, দ্রুত একটি কমিটি গড়ে দেওয়া হোক, যারা ঘোড়াদের স্বাস্থ্য পরীক্ষা করবে। অবশেষে সেই নির্দেশই দেওয়া হল কলকাতা হাইকোর্টের তরফে।

আগেই ব্যাপারটি গুরুত্ব পায় আদালতে এবং রাজ্য সরকারকে এই বিষয়ে প্রশ্ন করে তাঁরা। ময়দানের ঘোড়া চালানো নিয়ে রাজ্য কী ভাবছে, তা জানতে চেয়েছিল হাইকোর্ট। যদিও রাজ্য স্পষ্ট করেছিল যে, ঘোড়াগুলির ওপর কোনও নির্যাতন বরদাস্ত করা হবে না। আর তাঁরা ঘোড়ার গাড়ি চালানো নিয়ে একটি নির্দিষ্ট নীতি তৈরি করেছে কিন্তু তা প্রয়োগ করতে কিছুটা সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *