উপনির্বাচনের মনোনয়ন পত্র নিয়ে অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

সম্প্রতি ঘোষিত হয়েছে উপনির্বাচনের সময়সীমা। এরই মাঝে গতকাল উপনির্বাচনের সবচেয়ে হাই ভোল্টেজ জায়গা ভবানীপুরে মনোনয়ন পত্র জমার শেষ দিন ছিল। কিন্তু নন্দীগ্রামের পুনরাবৃত্তি ভবানীপুরে৷ নন্দীগ্রামের মতোই এবার ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। নন্দীগ্রামের মতো এবার ভবানীপুর উপনির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্যগোপনের অভিযোগ তুলল বিজেপি। ইতিমধ্যেই ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিলের দাবি তুলে কমিশনকে চিঠি দিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট সজল ঘোষ। তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি সেই তথ্যের কোনও উল্লেখ করেননি। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, একাধিক থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে৷ যা তিনি নির্বাচনী হলফনামায় এড়িয়ে গিয়েছে৷ তাঁর বিরুদ্ধে যে সব মামলা রয়েছে সেগুলি তিনি উল্লেখ করেননি বলে অভিযোগ।

গত শুক্রবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্ক্রুটিনির সময় তাঁর মনোনয়ন পত্রে একাধিক ত্রুটির উল্লেখ করে সুর চড়িয়েছে বিজেপি। প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনের সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামের প্রার্থ হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তখনও একইভাবে তাঁর মনোনয়ন বাতিলের দাবি তুলেছিলেন বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সেই সময় বিজেপির সেই দাবি খারিজ করে দেয় নির্বাচন কমিশন।

কমিশনকে দেওয়া চিঠিতে সজল ঘোষ দাবি করেছেন, অসমের গীতানগর থানায়, অসমের পানবাজার থানা, জাগির রোড থানা, উত্তর লখিমপুর সদর থানা এবং উধরবন্দ থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা নথিবদ্ধ রয়েছে। সেই সংক্রান্তে কিছু প্রতিবেদনের লিঙ্ক তিনি চিঠিতে উল্লেখ করেছেন। সজল ঘোষের দাবি, তথ্যগোপনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিল করা হোক এবং কমিশন যেন তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হোক।

উল্লেখ্য, গত সপ্তাহে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন মমতা। তাঁর মুখ্য নির্বাচনী এজেন্ট হলেন বৈশ্বানর চট্টোপাধ্যায়। গতকাল বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *