দু’বছরে Coir রপ্তানির পরিমাণ ৭ হাজার কোটি টাকা

মাইক্রো, স্মল ও মিডিয়াম  মন্ত্রকের সহায়তায় ও Coir বোর্ডের উদ্যোগে গুয়াহাটির জ্যোতিচিত্রবন কাহিলিপাড়ায় ২৩ মার্চ থেকে শুরু হয়েছে চার দিনের Coir Expo। চলবে ২৬ মার্চ  পর্যন্ত।  মেলা  উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন Coir বোর্ডের চেয়ারম্যান ডি কুপ্পুরমু জি, আসাম সরকারের শিল্প মন্ত্রীর সচিব লক্ষ্মণ এস, আইএএস প্রমুখ।

এই Coir Expo-র  লক্ষ্য হল Coir প্রোডাক্টের ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো। দেশে Coir শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য ভারত সরকার কয়ার শিল্প আইন, ১৯৫৩-এর অধীনে Coir বোর্ডের  স্থাপন করেছিল। আইনের অধীনে নির্ধারিত বোর্ডের কার্যাবলীর মধ্যে রয়েছে বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং অর্থনৈতিক গবেষণা, আধুনিকীকরণ, মান উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, বাজারের প্রচার এবং এই শিল্পে নিয়োজিত সকলের উন্নয়ন প্রভৃতি।

 উল্লেখ্য, ২০২০-২১ সালে ভারত থেকে Coir এবং Coir প্রোডাক্টের রপ্তানি বিগত বছরের তুলনায় ১০২১কোটি টাকা থেকে বেড়ে হয়েছে  ৩৭৭৮.৯৮ কোটি টাকা। যা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। দু’বছরে রপ্তানি হয়েছে ৭ হাজার কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *