বাড়তে থাকা সংক্রমণের কারণে চিন ফেরত যাত্রীদের জন্য কড়া কোভিড-বিধি

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। ওমিক্রনের উপরূপ BF.7-এর পর এবার ভয় ধরাচ্ছে ওমিক্রন BA.2-এর উপ-প্রজাতি XBB.1.5। চিনের পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে৷ দিনে ৯ হাজারের বেশি মানুষ সংক্রমিত হচ্ছে সে দেশে৷ ইতিমধ্যেই সতর্কতা অবলম্বন করেছে ভারত৷ এবার সেই পথে হেঁটে চিন থেকে আগত পর্যটকদের জন্য বিশেষ কোভিড বিধি জারি করল পশ্চিমী দুনিয়ার আরও কতকগুলি দেশ।

বিমানবন্দরেই কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করল আমেরিকা সহ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি৷ আগামী ৫ জানুয়ারি থেকে চিন থেকে আসা যাত্রীদের জন্য কোভিডের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে৷ ব্রিটেনও আগামী ৫ জানুয়ারি থেকে চিন ফেরত সমস্ত যাত্রীদের কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক হয়েছে৷

সম্প্রতি সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক করোনা আক্রান্তদের মধ্যে ৪০ শতাংশই করোনা ভাইরাসের XBB.1.5 প্রজাতিতে আক্রান্ত। এই সাব ভ্যারিয়ান্টকে ‘সুপার ভ্যারিয়েন্ট’ বলেও আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা। চিনে যে ভাবে করোনা ভাইরাস চোখ রাঙাতে শুরু করেছে তা নিয়ে উদ্বেগে রয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *