বড় ধাক্কা খেল চিন

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। গালওয়ানের পর ফের রক্ত ঝরল উপত্যকায়৷ অরুণাচল প্রদেশের তাওয়াঙে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় লাল ফৌজের সঙ্গে সংঘর্ষ হয় ভারতীয় সেনার৷ এই ঘটনায় অরুণাচল প্রদেশের তাওয়াং উপত্যকায় চিনা বাহিনীর হামলার পর থেকেই এলএসি (লাইন অফ অ্যাকচুয়াল কনচট্রোল)-তে উত্তেজনার পারদ চড়ছে৷ চিনা গতিবিধির উপর কড়া নজর রাখছে ভারতীয় সেনা৷

এই উত্তেজনার আবহেই বৃহস্পতিবার অগ্নি-৫-এর সফল উৎক্ষেপন করে ভারত৷ বড়সড় ধাক্কা খেল চিন৷ মহাকাশ অভিযানের সাফল্যের আশায় ১৪টি স্যাটেলাইট হারাল বেজিং৷ মিথেন-জ্বালানিযুক্ত রকেটের সাহায্যে বিশ্বে প্রথম এই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হয়েছিল। মনে করা হচ্ছে রকেটটি কক্ষপথ পর্যন্ত পৌঁছতেই পারেনি৷

Zhuque-2 (Zuk-2) নামের এই রকেটটি তৈরি করেছে বেজিং-এর সংস্থা ল্যান্ডস্পেস। রকেটটি উৎক্ষেপণ করা হয়, যা বাণিজ্যিকভাবে তৈরি করা চিনের প্রথম প্রপেলান্ট রকেট৷ Zhuque-2 রকেটটি গোবি মরুভূমিতে চিনের জিউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে কক্ষপথে পাঠানো হয়েছিল। এর উদ্দেশ্য ছিল স্যাটেলাইটগুলিকে কক্ষপথে পৌঁছে দেওয়া৷ প্রতিবেদনে দাবি করা হচ্ছে, রকেটটির দ্বিতীয় ধাপ ব্যর্থ হওয়ায় সমস্ত স্যাটেলাইট ধ্বংস হয়ে গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *