বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক।
এই আবহে শহর কলকাতায় শুরু হতে চলেছে আন্তর্জাতিক ‘শপিং ফেস্টিভ্যাল’। তাও আবার দুবাইয়ের আদলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগামী ২০-২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শপিং ফেস্টিভ্যাল। তবে বিভিন্ন শপিং মলে অক্টোবর মাসের ৫ তারিখ পর্যন্ত এই ফেস্টিভ্যাল চলবে।
দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ৫০০-৫৫০ রকমের সামগ্রীর স্টল সেখানে থাকবে। প্রতিবেশি দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার-সহ আরও একাধিক দেশ এই অনুষ্ঠানে অংশ নেবে। ইতিমধ্যেই পুজোর আগে এই ‘শপিং ফেস্টিভ্যাল’ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক দপ্তরের সচিবকে।