তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার পর তার পরিবারকে আর্থিক সহায়তায় অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টার কথা সোমবার সাংবাদিক বৈঠক করে সম্পুর্ণ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাদের টাকা দেওয়ার যে চেষ্টা করা হয়েছে সেই দাবি জোরালো গলায় করে আসছেন মৃতার পরিবার। আজ মঙ্গলবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি বলেন মমতা ব্যানার্জি একটা কথাও সত্যি কথা বলে না সেটা সবাই জানে।

অন্যদিকে রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী উৎসবে ফিরে আসার যে বার্তা দিয়েছেন সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, বাঙালী কী করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জী নয়। এদিন জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্তকে স্যালুট জানিয়ে তিনি বলেন, আইন তৈরী হয় মানুষের জন্য সেই মানুষ যদি মনে করে আইন মানুষের পক্ষে যাচ্ছে না তখন মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে থ্রেট কালচার প্রসঙ্গে তিনি বলেন, আমরা আগেও বলেছি খাদ্যের চাইতেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে। শিক্ষা জেলে গেছে খাদ্য জেলে গেছে স্বাস্থ্যও জেলে যাবে। স্বাস্থ্য জেলে গেলে তার বাইরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ নয়। এদিন কোচবিহারের মাথাভাঙায় দলীয় কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারির। বাগডোগরা থেকে তিনি এরপর সড়ক পথে সোজা চলে যান মাথাভাঙার উদ্দেশ্যে।