হড়পা বানের মর্মান্তিক ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তরফে

সমাপ্তি হয়েছে পুজোর, পুজো শেষেই আচমকাই মর্মান্তিক ঘটনা। প্রতিমা বিসর্জনের সময়েই ঘটে এই দুর্ঘটনা। পুজো শেষে প্রতিমা বিসর্জনের সময়, বিসর্জন দেখতে এসেছিলেন বহু মানুষ। এরই মাঝে আচমকাই জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বান চলে আসে। এক ধাক্কায় নদীর জলস্তর অনেকখানি বেড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই জলের ধাক্কায় ভেসে যান অনেকে।

বিজয়ায় জলপাইগুড়ির মালবাজারে হড়পা বানে মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী। সম পরিমাণ আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতরও৷

জলপাইগুড়ির দুর্ঘটনার পর টুইট করেন মুখ্যমন্ত্রী৷ তিনি লিখেছেন, ‘‘দুর্গা প্রতিমা বিসর্জনের সময় জলপাইগুড়িতে মাল নদীতে হড়পা বানে আট জনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ১৩ জনের চিকিৎসা চলছে। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’

তিনি আরও জানান, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। পুলিশ, সিভিল ডিফেন্স কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় যুবকরাও৷ এখনও পর্যন্ত প্রায় ৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর কেউ নিখোঁজ নেই বলেই জানা যাচ্ছে। মালবাজারে বিপর্যয়ে হেল্পলাইন নম্বরও খোলা হয়েছে। এই নম্বরগুলি হল- ০৩৫৬১২৩০৭৮০ ও ৯০৭৩৯৩৬৮১৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *