বদল করা হচ্ছে পুরোনো নিয়মে

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। গোটা দুনিয়ায় শুরু হয়েছে সব UPI পেমেন্টে, তবে এবার বদল আসছে সেই নিয়ম। তৈরি হয়েছে জল্পনা৷ বলা হয়েছে, ₹২,০০০ টাকার বেশি মূল্যের UPI (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফ) লেনদেনে GST (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) আরোপের একটি প্রস্তাব পর্যালোচনা করছে কেন্দ্র৷

প্রস্তাব অনুযায়ী, যদি কোনও একটি UPI লেনদেন ₹২,০০০-এর বেশি হয়, তবে সেটিকে জিএসটির আওতায় আনা হতে পারে। এর মূল উদ্দেশ্য হল ট্যাক্স কমপ্লায়েন্স বাড়ানো এবং আরও বেশি ডিজিটাল লেনদেনকে অর্থনীতির অন্তর্ভুক্ত করা৷

যদি এই প্রস্তাবটি অনুমোদিত হয়, তাহলে ২ হাজারের বেশি লেনদেনের ওপর ১৮ শতাংশ হারে জিএসটি আরোপ করা হতে পারে৷ এই ব্যবস্থা চালু হলে একজন সাধারণ ক্রেতাকে একটি পণ্যের জন্য দু’বার জিএসটি গুনতে হবে৷ ওই পণ্যের উপর লাগু থাকা জিএসটির সঙ্গে ওই পণ্য কেনার জন্য দ্বিতীয়বার জিএসটি গুনতে হতে পারে৷