মোদী সরকারের বিরুদ্ধে ফের নতুন অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুর জেল সংগ্রহশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে বিজেপিকে নিশানা করেন মমতা। এদিন মমতা বলেন , রাজনৈতিক স্বার্থে ইতিহাস বদলে দিচ্ছি। যাতে আগামী প্রজন্ম কিছুই শিখতে জানতে পারবে না।
রাজনৈতিক স্বার্থের ইতিহাস বদলে দিচ্ছে, বিজেপিকে নিশানা মমতার!
