গরু পাচার কাণ্ডে নতুন তথ্য এল সিবিআই-এর হাতে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে গরু পাচার কাণ্ডে আপাতত জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ১ কোটি টাকার লটারির রহস্য ভেদে নেমেছে সিবিআই৷ অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যার লটারিতে লক্ষ্মীলাভ নিয়ে শোরগোলের মাঝেই সিবিআই-এর হাতে উঠে এল নতুন তথ্য৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গত চার বছরে অনুব্রত মণ্ডল, তাঁর স্ত্রী, মেয়ে সুকন্যা, তাঁদের আত্মীয় ও ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা পড়েছে৷ সিবিআই সূত্রে খবর, বীরভূমের দু’টি রাষ্ট্রায়ত্ত ও একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁদের এই অ্যাকাউন্টগুলি রয়েছে। আরও বিস্তারিত তথ্য পেতে ওই তিন ব্যাঙ্কের আধিকারিকদের তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করার পর থেকেই সিবিআই-এর নজরে রয়েছে তাঁর ঘনিষ্ঠদের সম্পত্তি৷ ইতিমধ্যেই নামে-বেনামে থাকা বিপুল সম্পত্তির হদিস পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে অনুব্রত, তাঁর প্রয়াত স্ত্রী, মেয়ে, মেয়ের দু’টি সংস্থা এবং ওই সংস্থার অন্যতম ডিরেক্টর বিদ্যুৎবরণ গায়েনের নামে থাকা মোট আটটি অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে এই বিপুল অঙ্কের টাকা৷ এ প্রসঙ্গে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি অষ্টম মণ্ডল বলেন, “ওঁর যে  বিপুল টাকার সন্ধান মিলছে, সবটাই কালো টাকা।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *