ডিজিটাল লার্নিংয়ের জন্য ক্যাসিয়োর ১৫০টি প্রোজেক্টর

বিশ্বের অন্যতম অগ্রণী কনজিউমার ইলেক্ট্রনিক্স নির্মাতা ক্যাসিয়ো ইন্ডিয়া দিল্লি, আসাম ও ত্রিপুরার পিছিয়ে থাকা মানুষজনের স্বার্থে ‘ডিজিটাল কানেক্টিভিটি’ তৈরির জন্য ১৫০টিরও বেশি প্রোজেক্টর দান করল। গ্লোবালহান্ট ফাউন্ডেশনের সহযোগিতায় ক্যাসিয়োর এই উদ্যোগ।

সুবিধাবঞ্চিত শ্রেণির মানুষের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশগত ও আর্থিক দক্ষতা সৃষ্টি করাই ক্যাসিয়ো’র ‘জ্ঞান কি রোশনি’ সিএসআর উদ্যোগের উদ্দেশ্য। ডিজিটাল কানেক্টিভিটি’র মাধ্যমে তারা যাতে এইসব দক্ষতা অর্জন করতে পারেন সেইদিকে লক্ষ্য রেখে যথাযথ সচেতনতা গড়ে তোলার জন্য ১৫০টিরও বেশি ক্যাসিয়ো এলইডি লেজার হাইব্রিড প্রোজেক্টর প্রদান করা হয়েছে সরকারি ও সরকারি-সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ, টি-এস্টেট, স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ ও কৃষকদের মধ্যে। এই প্রোজেক্টের মাধ্যমে শিশু, মহিলা, কৃষক, যুবা ও ট্রান্সজেন্ডার-সহ প্রায় ১০,০০০ জন মানুষ উপকৃত হবেন এবং তারা বৃহত্তর পৃথিবীর সঙ্গে ‘ডিজিটালি কানেক্টেড’ হতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এই প্রোজেক্টের সাফল্যের ব্যাপারে তাদের দৃঢ় আস্থার কথা ব্যক্ত করেছেন ক্যাসিয়ো ইন্ডিয়ার ভাইস-প্রেসিডেন্ট কুলভূষণ শেঠ ও গ্লোবালহান্ট ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর সুনীল গোয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *