Canine parvovirus: সংক্রমণ বেড়ে যাওয়ায় কুকুরের মৃত্যু ঘিরে দুশ্চিন্তা

বছরের শুরুতে বেড়েই চলেছে দুশ্চিন্তা, বেড়েই চলেছে নানান ভাইরাসের আক্রমণ, নানান রোগ ব্যাধি। এবার এই সংকট দেখা যাচ্ছে কুকুরদের মধ্যেও। অর্থাৎ কুকুরদের মারণ রোগ canine parvovirus- এর সংক্রমণ। বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা।

এই রোগে আক্রান্ত কুকুর খুব সহজে দুর্বল হয়ে পড়ে। রোগের লক্ষণগুলি হল- রক্ত পায়খানা, জ্বর ও খাওয়া-দাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। ফলে বেঁচে থাকার আশা প্রায় কমে যায়। কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে অবশ্য প্রাণ ফেরানো সম্ভব হয়। প্রশাসনিক স্তরে এই বিষয়ে কোনো পদক্ষেপ না দেখা দিলেও, রাজ্যের পশুপ্রেমীরা ও কয়েকটি এনজিও (NGO) চাঁদা তুলে সারমেয়দের টিকা দেওয়ার ব্যাবস্থা করেন। পশুপ্রেমী সংগঠনের একজন বলেন, “করোনার মতো পারভো ঠেকানোর একমাত্র উপায় হলো আইসোলেশন আর সঠিক চিকিৎসা। তাই আমরা যারা কুকুর ভালোবাসি, তেমন কয়েকজন মিলে এই উদ্যোগ নিয়েছি।”

সারা রাজ্যে মাত্র তিন থেকে চারটি কুকুরদের কোয়ারেন্টাইন সেন্টার আছে যেখানে এই রোগের চিকিৎসা করা হয়। অর্থাৎ বেসরকারি সংস্থার উদ্যোগে কয়েকটি সেন্টার তৈরি করা হলেও তার পরিকাঠামো একেবারে সীমিত, তাই চিকিৎসার পরিমাণ না বাড়ালে রোগটি ভয়ঙ্কর আকার নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *