সোমবার সংবাদকর্মীদের টিকা দানের সপ্তম দিনের শিবিরে দুশো জনের মতো সাংবাদিক ও চিত্র সাংবাদিক করোনার টিকা নেন। তাদের মধ্যে ১৮ থেকে ৪৪ বছর বয়েসের প্রায় ১২০ জন এবং ৪৫ বছরের বেশি বয়সের প্রায় ৭০ জন ছিলেন। শিবিরের শেষে সাংবাদিক ও চিত্র সাংবাদিকের টিকাকরণের মোট প্রায় সাড়ে বারশো ডোজ সম্পুর্ণ হয়েছে।
সংবাদপত্র, টিভি, বেতার ও সংবাদ পোর্টালের সঙ্গে যুক্ত ১৮ বছর বয়েসের উর্ধে সরকারি এক্রিডেটেডেট এবং এক্রিডেটেড নয় এমন সমস্ত ধরণের সংবাদকর্মীকে প্রেস ক্লাব, কলকাতা আয়োজিত এই শিবিরগুলিতে কোভিড টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হয়। পশ্চিমবঙ্গে সাংবাদিকদের করোনা যোদ্ধা ঘোষণা করায় রাজ্য সরকারের উদ্যোগে বিনামূল্যে অগ্রাধিকারের ভিত্তিতে প্রেস ক্লাব, কলকাতায় এই টিকাকরণ শিবিরগুলির আয়োজন করা হয়। কলকাতার নীলরতন সরকার হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা টিকা প্রদান করেন।