চলতি বছর শেষেই পরিষেবা শুরু হয়ে যেতে পারে গঙ্গার তলার মেট্রোর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এবার। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে কলকাতা ও হাওড়ার মানুষের। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এমনটাই জানিয়েছেন, আর কিছু মাসের মধ্যেই দুই শহরের মানুষেরা গঙ্গার নীচ দিয়ে মেট্রো করে যাতায়াত করতে পারবেন।

পি উদয় কুমার রেড্ডির কথায়, শিয়ালদা মেট্রো স্টেশনের সাথে শীঘ্রই যুক্ত করা হবে এসপ্ল্যানেডকে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন আশা করা হচ্ছে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো যাত্রী পরিষেবা দিতে পারবে।

এছাড়াও শিয়ালদার সাথে এসপ্ল্যানেড স্টেশন যুক্ত করার কাজ সম্পন্ন হবে আগামী জুন-জুলাই এর মধ্যে। মেট্রো রেলের জিএম এর আশা, আগামী জুলাই মাসের মধ্যে এই সেকশনের প্রত্যেকটি স্টেশন তৈরি হয়ে যাবে। আর এই নতুন মেট্রো চলাচলের ফলে কলকাতাবাসীর যে যাতায়াত করার ক্ষেত্রে আরোও সুবিধা হবে তা বলাই বাহুল্য। শুধু তাই নয়, বাংলার বুকে এক নয়া ইতিহাসও তৈরী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *