যত দিন যাচ্ছে ধীরে ধীরে বাড়ছে পেট্রল ডিজেলের দাম। এতে অতিষ্ট হয়ে উঠছে সাধারণ মানুষ। অন্যদিকে রাস্তায় বেরোলে বাস ভাড়ার চাপ। জ্বালানির দাম বৃদ্ধি হওয়ায় এবং করোনা পরিস্থিতির আবহে বেশ কয়েকটি রুটে বাস এবং অটো কমে গিয়েছে। সেই প্রেক্ষিতে কম বাস চলাচল করার কারণে ভিড় হচ্ছিল বেশি এবং ভাড়া নিয়ে অসন্তোষ বাড়ছিল যাত্রীদের মধ্যে। কিন্তু পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিলেন যে বাস ভাড়া বাড়বে না। বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করার পর এমনটাই জানিয়ে দিয়েছেন তিনি। যদিও ফিরহাদ এও বলেছেন যে অন্যভাবে পুষিয়ে দেবেন।
এদিন বাস মালিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। জানা গেছে তিনি বাস মালিকদের হাত ধরে বলেছেন, যা চলছে একটু সহ্য করে নিতে কারণ এখন পরিস্থিতি অন্যরকম। করোনাভাইরাস সংক্রমণ এবং নোট বন্দির কারণে মানুষের হাতে টাকা নেই তাই এখন বাস ভাড়া বাড়ানো যাবে না। তবে তিনি অন্যভাবে পুষিয়ে দেবেন। সূত্রের খবর মন্ত্রীর আশ্বাসে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বাস মালিকরা।
আগামী ১৭ নভেম্বর আবার এই বিষয় নিয়ে সব পক্ষের সঙ্গে বৈঠক হবে বলে জানা গিয়েছে এবং তার আগে বাস ভাড়া বাড়ানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ফিরহাদের বক্তব্য, একদিকে কেন্দ্রীয় সরকার জ্বালানির দাম বাড়িয়ে যাবে আর অন্যদিকে বাসের ভাড়া বাড়তে থাকবে এটা কখনোই চলতে পারে না। আপাতত সাধারণ মানুষের প্রচন্ড অসুবিধা হচ্ছে তাই এই সময় বাস ভাড়া বৃদ্ধি কোনও ভবেই করা যাবে না।
তিনি আরও জানিয়েছেন, পুনে থেকে বিশেষজ্ঞকে আনা হচ্ছে যিনি পুরনো ডিজেল বাস্কে ব্যাটারি বাসে রূপান্তরিত করানোর ব্যাপারে সহায়তা করছেন। এর ফলে সরকারি এবং বেসরকারি বাসের উপকার হবে বলে আশা করা হচ্ছে। তাই বাস ভাড়া বৃদ্ধির ব্যাপারে আপাতত স্পষ্ট নির্দেশ দিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী। এক ইসঙ্গে কোনও ভাবে যেন কোথাও উপড়ি ভাড়া না নেওয়া হয় তার জন্য নজরদারি জানানো হবে বলেও জানানো হয়েছে।