ভারতে জুয়েলারির বাজার ধরতে রোমানদের ভরসা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

বিস্ময়কর রোমান মাস্টার হিসাবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে বুলগারি।কালজয়ী ডিজাইনের জন্য পরিচিত এই রোমানব্র্যান্ড সম্পতি ভারতে তাদের গহনার স্টেটমেন্ট পিস চালু করল।মঙ্গলসূত্র দিয়েই তারা তাদের যাত্রা শুরু করল।ভারতের বাজারে মজবুত জায়গা বানাতে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকেই তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে বুলগারি।কালো গোমেদ এবং হীরা খচিত ঐতিহ্যবাহী এই বুলগারি মঙ্গলসূত্রটি ভারতীয় নববধূর সাজকে একটি বিশেষ মাত্রা প্রদান করবে।
বুলগারি জুয়েলারি বিজনেস ইউনিটের ম্যানেজিং ডিরেক্টর মাউরো ডি রবার্তো বলেন,২০১৪ সালে ভারতে প্রবেশের পর থেকেই ভারতের সাংস্কৃতিক সম্পর্কে আরও বেশি আগ্রহী হয়েছি।মঙ্গলসূত্র ভারতীয় মহিলাদের গয়নার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।সেই কথা মাথায় রেখেই প্রচারের দিক থেকে আমরা কোন ঝুঁকি নিতে চায়নি, সেই কারণেই বুলগারি জুয়েলারির পক্ষ থেকে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকেই গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেওয়া হয়েছে,যাতে ভারতীয় মহিলাদের কাছে এই মঙ্গলসূত্রের গ্রহণযোগ্যতা কয়েকগুণ বেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *