শুধুমাত্র বর্ডার পাহাড়া কিংবা দেশ রক্ষাই কাজ নয় সীমান্ত প্রতিরক্ষা বাহিনী তথা বিএসএফদের। সমাজ কল্যানে তারা যে যুক্ত তা ফের প্রমাণ মিলল শনিবার। এদিন বিএসএফের ১৯৫ ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে কিছু স্বাস্থ্য কর্মীদের সহযোগিতায় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল চত্বরে সাফাই অভিযোগ চালালো বিএসএফ।
আজাদীর ৭৫ তম মহোৎসব উপলক্ষে স্বচ্ছ ভারত মিশনে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল চত্বরে সাফাই কর্মসূচি পালন হলো। এদিন বিএসএফ কমান্ডার সুনীল ছেত্রীর নেতৃত্বে এই স্বচ্ছ ভারত মিশনে সাফাই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কমান্ডারের পাশাপাশি ১৯৫ ব্যাটালিয়নের মোট ৩৭ জন বিএসএফ জওয়ান এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।