জলপাইগুড়ির বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার অ্যাসোসিয়নের পক্ষ থেকে ময়নাগুড়ির বার্নিশ, পুটিমাড়ি, এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন বৃহনল্লারা। বৃহন্নলারা প্রায় শতাধিক পরিবারের হাতে মশারি, সাবান, মাদুর সহ বিভিন্ন সামগ্রী তুলে দিলেন।
সংগঠনের সদস্যা পিপাসা হিজরে বলেন এই ধরনের সমাজসেবামূলক কাজ আমরা সবসময় করে থাকি, করোনা কালেও করেছি। সেই সঙ্গে প্রাকৃতিক বিপর্যয় সহ কোনো মহামারী দেখা দিলে আমরা সেখানেই পৌঁছে যাই। তিনি আরো জানান করোনা কালে যেসব পরিবার কাজ খুইয়েছেন তাদের পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তারা।
তারা সর্বসাধারণের কাছে অনুরোধ রাখে প্রতিটি মানুষ যদি এইভাবে এই দুর্গত এলাকায় পরিবার গুলির পাশে দাঁড়ায় তাহলে আগামী দিনে এই পরিবার গুলি খুব তাড়াতাড়ি স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে বলে মনে করেন।অন্যদিকে এলাকার বাসিন্দারা এই ধরনের ত্রাণ পেয়ে খুবই খুশি, তারা বলেন একেই তারা ভিক্ষা করে রোজগার করেন তারপর আমাদের সাহায্য তুলে দিলেন এতে বলার কিছুই থাকেনা।তাদের এই চিন্তা ভাবনাকে আমরা সাধুবাদ জানাই।