ধর্ম দ্বন্দ্বের মাঝে সম্প্রীতির বার্তা দিল মুসলিম পরিবারের শিশু ‘রামরহিম’

সোমবার উত্তরপ্রদেশের অযোধ্যায় উদ্বোধন হল রামমন্দির। একই সঙ্গে রামলালার নতুন রূপে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করা হয়। ওই দিন রাজ্যের ফিরোজাবাদে এক মুসলিম মহিলা পুত্র সন্তানের জন্ম দেন। ফিরোজাবাদের মুসলিম পরিবার সেই দিনটিকে স্মরণ করতে দ্বিধা করেনি যখন সারা দেশ রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ উদযাপন করছিল। ছেলের নাম রাখেন ‘রাম রহিম’।

ফিরোজাবাদের পরিবারের দাবি, হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা দিতেই নবজাতকের এই নাম দেওয়ার সিদ্ধান্ত। জেলা মহিলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নবীন জৈন জানিয়েছেন, ফিরোজাবাদের এক মহিলা সোমবার একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। চিকিৎসক জানান, জন্মের পর ওই পরিবার নবজাতকের নাম ঠিক করে।

ডাক্তার জৈন আরও বলেন, নবজাতকের ঠাকুমা হুসনা বানু মূলত পরিবারের সদস্যদের এই নাম রাখতে বলেছিলেন। পরিবারের অন্য সদস্যরাও নবজাতককে ‘রাম রহিম’ বলে সমর্থন করেছেন। হুসনা বানু বলেন, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আমি আমার নাতির নাম রাম রহিম রেখেছি।