তৃণমূলের শিবিরে দেখা মিলছে বিজেপি কর্মীদেরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কালচিনি ব্লকের সকল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে একশো দিনের কাজ সহ নানা বিষয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি লেখার কাজ চলছে। তবে এই চিঠিতে শুধু তৃণমূল কর্মী-সমর্থকরাই নয়, বিজেপি, কংগ্রেস ও সিপিএমের কর্মী সমর্থকেরা যারা একশো দিনের কাজের টাকা পাননি তারাও এগিয়ে এসে চিঠিতে সই করছেন, এমনই দাবি আইএনটিটিইউসির আলিপুরদুয়ার জেলা সম্পাদক আনন্দ চন্দ্রের।
তিনি বলেন, “বুধবার কালচিনি ব্লকের হাসিমারা সহ বিভিন্ন এলাকায় আমরা কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে চিঠি লেখার কাজ করছি। সেখানেই লক্ষ করা গেল এখানে শুধু তৃণমূলেরই নয়, বিজেপি ও সিপিএমের নিচু তলার কর্মীরাও এতে নিজেদের স্বাক্ষর দিচ্ছেন। এবং যারা একশো দিনের টাকা পায়নি সবাই তৃণমূলের শিবিরে আসছে।”