বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ২৬০০০ চাকরি বাতিল কাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি।
যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশের কথা ছিল। তবে শেষ অবধি তা না হতেই ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। রাতভর সেখানেই ধর্না, অবস্থান করেন প্রতিবাদকারীরা। এই আবহে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষ।
চাকরিহারাদের এই আন্দোলনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সজল বলেন, ‘একটু পরেই বায়ো টয়লেট এসে যাবে। তবে আমি অনুরোধ করব, আপাতত যেন শুধু মহিলারা সেটা ব্যবহার করেন। আর আমি নিজে দূরে সরে রয়েছি, যাতে এর গায়ে রাজনীতির রঙ না লাগে’।