বন্ধের দাবি বিজেপির

গতপরশু রাতে রাজ্যের বিরোধী সভাপতি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট ভগবানপুরের বিজেপির সক্রিয় কর্মী শম্ভু মাইতিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ৷ তারপর তাকে নৃশংসভাবে খুন করা হয়৷ শম্ভু মাইতিকে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে আজ সোমবার জেলা জুড়ে বনধের ডাক দিল জেলা বিজেপি৷ এরই সঙ্গে খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নিহতের পরিজনেরা৷ শনিবার রাতে আতঙ্কিত পরিজনেরা পুলিশকে জানান ঘটনাটি৷ এরপরই তদন্তে নেমে গভীর রাতে গ্রাম লাগোয়া নদীর পাড় থেকে শম্ভুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ৷ তমলুক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে শম্ভু৷ ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ ফিরে এসেছে৷

মৃত বিজেপি কর্মী শম্ভু মাইতি ওরফে চন্দনের স্ত্রী লক্ষীরানিদেবী এদিন বলেন, ‘‘এই প্রথম নয়৷ এর আগেও তৃণমূলের হার্মাদারা স্থানীয় একটি দলীয় অফিসে তুলে নিয়ে গিয়েছিল ওকে। কোন রকমের ভাগ্যে জেরে সেবারে শম্ভু প্রাণে বেঁচে গিয়েছিল। বিজেপি করার কারণে প্রায়ই হুমকি দিত। অভিযুক্তদের কঠোর শাস্তি চাই৷ তবে রাজ্য পুলিশ নয়, আমা চায় সিবিআই তদন্ত হোক৷’’

একই দাবি শোনা গিয়েছে বিজেপির তমলুক সংগঠনিক জেলার জেলা সভাপতি নবারুণ নায়কের কন্ঠে৷ তিনি বলেন, “রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করলে প্রধান দোষী রেহাই পেয়ে যেতে পারে৷ তাই আমরা চায় ঘটনার সিবিআই তদন্ত হোক৷ একই সঙ্গে তৃনমূলের গুণ্ডা-রাজের প্রতিবাদে মানুষকে একত্রিত করতে সোমবার ভগবানপুর সহ জেলা জুড়ে বনধের ডাক দেওয়া হয়েছে।’’ যদিও তৃণমূলের তরফ থেকে আগেই জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই৷ পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ দোষীদের খোঁজে তল্লাশি চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *