বড় তথ্য, আবার চরম বিপাকে পাকিস্তান

প্রকাশ্যে এলো বড় তথ্য। জানা গিয়েছে, ইউরোপিয় ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সি এবার পাকিস্তানের লাহোর এবং করাচির উপর দিয়ে বিমানের উড়ানের ক্ষেত্রে FL 260-এর নিচ দিয়ে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

FL মানে হল ফ্লাইট অল্টিটিউড বা উড়ানের সময় বিমানের উচ্চতা। এমতাবস্থায়, FL 260 মানে হল ২৬ হাজার ফুটের নিচে বিমান যাত্রায় নিষেধের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। ওই সংস্থাটি পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি”-র পরিপ্রেক্ষিতে এই পরামর্শ জারি করেছে।

বলা হয়েছে যে, ওই এলাকায় বিমান MANPADS-এর মতো অ্যান্টি অ্যাভিয়েশন অস্ত্র দ্বারা আক্রমণ করা যেতে পারে। যদিও EASA-এর পরামর্শ “Non Binding” পর্যায়ে রয়েছে। এর মানে হল যে, বিমান সংস্থাগুলি এটি অনুসরণ করতে বাধ্য নয়৷ তবে, এটি আত্মঘাতী বিস্ফোরণ নাকি কেউ বোমাটি প্ল্যান্ট করেছিল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *