বড় সুখবর, নয়া সম্মান পেলো হাওড়া স্টেশন

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল প্রতিনিয়ত নিজেদের আরো উন্নত করছে। সেই সুবিধার নিরিখে এবার শতাব্দী প্রাচীন হাওড়া স্টেশন স্বর্ণপদক লাভ করল।

সিআইআই-আইজিবিসি গোল্ড রেটিং দেওয়া হয়েছে হাওড়া স্টেশনকে। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে পূর্ব রেলের ম্যানেজারের উপস্থিতিতে এই স্বর্ণপদকটি তুলে দেওয়া হয় হাওড়া স্টেশনকে। এতদিন পর্যন্ত সিলভার মেডেলিস্ট ছিল হাওড়া স্টেশন। এবার থেকে তা রূপান্তরিত হল গোল্ডে।

হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করেন প্রতিদিন প্রায় সাড়ে ছয় লক্ষ মানুষ। এত মানুষকে সুবিধা প্রদান করে স্বর্ণপদক প্রাপ্তি হাওড়া স্টেশনের কাছে নিঃসন্দেহে গৌরবের বিষয়। মাত্র একটি প্লাটফর্ম নিয়ে হাওড়া স্টেশন যাত্রা শুরু করে ১৮৫৪ খ্রিস্টাব্দে। বর্তমানে এই স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা ২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *