দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের দাবি, সরকার চেষ্টা করছে রান্নার গ্যাসের দাম কমানোর।
কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রীর মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, “গ্যাস সিলিন্ডারে আমরা দুশো টাকা করে ভর্তুকি দিচ্ছি। করোনা মহামারীর সময় আমরা তিনটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দিয়েছিলাম অনগ্রসর শ্রেণীর পরিবারগুলিকে। গ্যাসের দাম যাতে কমানো যায় সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।”
ওয়াকিবহাল মহল মনে করছে আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে জ্বালানির দামে বদল করতে পারে কেন্দ্রীয় সরকার। গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে এর আগে বিরোধীদের তোপের মুখে পড়েছে সরকার। জানা যাচ্ছে আগামী বছরও গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বাবদ বার্ষিক ২৪০০ টাকা ছাড় দেওয়া হতে পারে সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবে ক্যাবিনেট।