রেলের তরফে বড় সুখবর

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার সামনে এল বড়সড় খবর। ইতিমধ্যেই দেশের প্রথম রিজিওনাল র‌্যাপিড ট্রানজিট সিস্টেম করিডোর দিল্লি এবং মিরাটের মধ্যে নির্মিত হচ্ছে।

এমতাবস্থায়, সাহিবাবাদ থেকে দুহাই পর্যন্ত এই ট্রেনের প্রায়োরিটি সেকশন প্রস্তুত হয়েছে এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, RapidX ট্রেনের ট্রায়াল রানও শুরু হয়েছে। জানা গিয়েছে, এই RapidX ট্রেন সাহিবাবাদ থেকে দুহাই ডিপো পর্যন্ত মোট ১৭ কিলোমিটারের (স্টেশন রয়েছে সাহিবাবাদ, গাজিয়াবাদ, গুলধর, দুহাই এবং দুহাই ডিপো) দূরত্ব মাত্র ১২ মিনিটে অতিক্রম করেছে।

এই ট্র্যাকে RapidX ট্রেন প্রতি ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে চালানো হয়। এইভাবেই এটি দেশের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের তকমা পেয়েছে। শীঘ্রই RRTS-এর সাহিবাবাদ-দুহাই সেকশন যাত্রীদের জন্য খোলা হতে পারে। এই প্রকল্পটি সামগ্রিকভাবে ২০২৫ সালে শেষ হবে বলে অনুমান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *