বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের সঠিকভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে।

জানা গিয়েছে যে, ভারতীয় রেল এবার নতুন একটি সুপার অ্যাপ আনতে চলেছে। যেটির নাম হল SwaRail। বর্তমানে ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে খাবার অর্ডারসহ বিভিন্ন পরিষেবার জন্য যাত্রীদের ফোনে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে হলেও এখন এই সমস্যা দূর করছে সরকার। ভারতীয় রেলের এই সুপার অ্যাপটি তৈরি করেছে CRIS তথা সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম।

এই সুপার অ্যাপটির সাহায্যে, আপনি ট্রেনের টিকিট বুকিং যেমন রিজার্ভেশন, আনরিজার্ভড টিকিট বুকিং, পার্সেল পরিষেবার তথ্য, প্ল্যাটফর্ম টিকিট, ট্রেন রানিং সিস্টেম, ট্রেনের শিডিউল, PNR স্ট্যাটাস, ট্রেনে খাবারের অর্ডার এবং অভিযোগ জানানোর মতো পরিষেবাগুলি এই একটি অ্যাপের মাধ্যমে পাবেন।