বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার উত্তরবঙ্গের যাত্রীদের জন্য বড় সুখবর। উত্তরবঙ্গে লাইন বৈদ্যুতিকরণের কাজ শুরু হয়ে গেছে নিউ কোচবিহার থেকে বামনহাট পর্যন্ত রেলপথে।

অন্যদিকে বৈদ্যুতিকরণের কাজ শেষ হয়ে গেছে ময়নাগুড়ি রেল স্টেশনের কাছের ওয়াইলেগ থেকে নিউ চ্যাংরাবান্ধা রেল স্টেশন হয়ে নিউ কোচবিহার পর্যন্ত লাইনে। ইরকন সংস্থা সম্পূর্ণরূপে এই দুটি লাইনের কাজ শেষ করতে চাইছে। এই জন্য রেলের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা।

সব থেকে বড় কথা ময়নাগুড়ি থেকে চ্যাংরাবান্ধা হয়ে নিউ কোচবিহার পর্যন্ত ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে আগামী ৩১ শে মার্চ থেকে। এছাড়াও আরো বেশি ট্রেন চালানো সম্ভব হবে দিনহাটা ও বামনহাট সেকশনে। এছাড়াও ট্রেন চলতে পারে বাংলাদেশের উদ্দেশ্য। সব মিলিয়ে এখন উত্তরবঙ্গের রেল পরিষেবা নতুন করে সেজে উঠছে।