রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট এবার সামনে এসেছে। দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেই।
মূলত এই স্টেশন তৈরি হচ্ছে তিস্তা বাজারে। যেটির কাজ শেষ হলে পশ্চিমবঙ্গ থেকে সিকিমে যাতায়াত আরও মসৃণ হয়ে উঠবে। এই উদ্যোগের মাধ্যমে সিকিমে শুরু হতে চলেছে রেলপথ। এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি আগামী বছর, ২০২৪ সালের মধ্যেই শেষ হবে।
এই প্রসঙ্গে প্রোজেক্ট ডিরেক্টর মহিন্দর সিং জানিয়েছেন, এই রেলস্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে ৬২০ মিটার এবং টানেলের দৈর্ঘ্য হবে ৬৫০ মিটার। এই স্টেশনে পূর্ণদৈর্ঘ্যের ট্রেন দাঁড়ানোর পাশাপাশি যাত্রীদের জন্য রয়েছে সঠিক ভেন্টিলেশনের ব্যবস্থাও। এছাড়াও আপৎকালীন ব্যবস্থার জন্য যাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে আরও একটি অতিরিক্ত টানেল তৈরি করা হয়েছে।