বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার খুব সস্তায় রেলের তরফ থেকে ‘ইকোনোমি মিল’ পাবেন যাত্রীরা। রেলের এই উদ্যোগে স্বাভাবিকভাবে উপকৃত হবেন সাধারণ যাত্রীরা।

এবার থেকে যেখানে জেনারেল কোচ থামবে সেখানেই রেলের তরফ থেকে থাকবে খাবারের ব্যবস্থা। পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদাসহ রাজ্যের আটটি স্টেশনে ইকোনমি মিলের ব্যবস্থা করা হবে। যে যে স্টেশনে ইকোনমি মিলের ব্যবস্থা থাকবে সেগুলি হল- শিয়ালদা, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, হিজলি, রামপুরহাট, নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ার।

বিজ্ঞপ্তিতে রেল জানিয়েছে, মাত্র কুড়ি টাকার বিনিময়ে যাত্রীরা এই মিল কিনতে পারবেন। এই মিলে থাকবে 7 টি পুরী/কচুরী, আলুর তরকারি ও আচার। অতিরিক্ত তিন টাকা দিলে মিলবে 200 ML জল। এছাড়াও রেলের এই উদ্যোগে থাকছে 50 টাকার কম্বো। রাজমা, ছোলে-রাইস, খিচুড়ি, ছোলাবাটুরে, পাও-ভাজি ও মশলা ধোসা থাকছে এই কম্বো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *