বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার।
যার জেরে কেন্দ্রের অধীনে কর্মরত চাকরিজীবীরা এখন ৫০ শতাংশ ডিএ পেতে চলেছেন। এই একই হারে ডিএ দিতে হবে বলে দাবি করে আসছে দেশের প্রতিটি রাজ্যের কর্মীরা। আর এবার সেই দাবি মেনে একলাফে কেন্দ্রের অনেকটাই কাছে পৌঁছে গেলেন এই রাজ্যের সরকারি কর্মীরা।
সূত্রের খবর, ভোটের মুখে এই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয়েছে ৪২.৫ শতাংশ। রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজেও বিষয়টি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেন। যেখানে ইউজিসি-র পে স্কেলের আওতায় থাকা কর্মচারীদের ডিএ বেড়ে হয়েছে ৫০ শতাংশ। যা কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কর্মচারীদের ডিএ-র সমান।